টাঙ্গাইলঃ
সব ভয়কে জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছরে নাগরপুর উপজেলার সর্ব স্তরের দর্শকরা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে। উপজেলার কুটুমবাড়ি রেষ্টুরেন্টে ২৭শে ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বৈশাখী টেলিভিশনের সাফল্য ও সুনাম কামনায় দোয়া করা হয়।
বৈশাখী টেলিভিশনের সকল সাংবাদিক সহ দেশের সকল সাংবাদিকদের জন্য মঙ্গল কামনায় দোয়া করা হয়। বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধিতে বৈশাখী টেলিভিশনের সকল সাংবাদিকরা যাতে বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে সুনামের সাথে মর্যাদা পূর্ণ মহৎ এ পেশার দায়িত্ব পালন করতে পারে তার জন্যও দোয়া করেন নাগরপুর ওলামা দলের সভাপতি মো. আবুবকর সিদ্দিক।
পরে বৈশাখী টেলিভিশনের নাগরপুর সংবাদদাতা ও নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান, কেক কেটে উপস্থিত সকলকে পরিবেশ করেন। শুভদিন উপলক্ষে সবার জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও চা-নাস্তা পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সেচ্ছােবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদলের মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়
মো. আবুবকর সিদ্দিক, কুটুমবাড়ি রেষ্টুরেন্টের পরিচালক মো. শফিকুল ইসলাম ও নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি কনক সহ বিভিন্ন স্তরের বৈশাখী টেলিভিশনের দর্শক ও শুভানুধ্যায়ী। এ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার ভূমি দীপ ভৌমিক, এলজিইডি এর প্রকৌশলী মো. বকতিয়ার, অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।