এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পৌরশহরের ৮নং রেলঘুন্টি এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিএনসি দিনাজপুর কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএনসি দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সুদক্ষ দিক নির্দেশনায় ডিএনসির একটি বিশেষ টীম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিতপুর ৮নং রেলঘুন্টি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো: আক্তার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশী করলে গাঁজা ও ফেন্সিডিল সহ ভাড়াটিয়া একজন নারী কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৪৯) পিতা- মোঃ দবির উদ্দিন কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময়, তার কাছ থেকে ৩ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত নারী কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলার নিশ্চিতপুর (৮নং ঘুনটি সংলগ্ন) এলাকার জনৈক মোঃ আক্তার হোসেনের ভাড়াটিয়া। সে ভাড়া বাড়ি থেকেই মাদকের কারবার করে আসছিলো বলে এলাকাবাসীদের কাছ থেকে জানা গিয়াছে।
আটককৃত ঐ নারী কারবারির বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের পূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর আরো বলেন যে, খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “বড়দিন” উপলক্ষ্যে মাদকের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং অব্যাহত রয়েছে।