মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে সেবা কার্যক্রম সম্পাদনকারী হিসাবে উপজেলা পর্যায়ে সেরা পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য সহকারী মো.মানিক মিয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা এ পুরস্কার তুলে দেন। জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হকের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি পরিদর্শক বাবু অমলেশ চন্দ্র দে, সরিষাবাড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম সজিব,মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গাজী রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার এমটিইপিআই,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, পরিসংখ্যানবিদ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ এবং সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগন।
জানা যায়, চলতি বছরের ২৬ অক্টোবর থেকে ২৩ শে নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় জামালপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের দ্বারা জরায়ু ক্যান্সার প্রতিরোধে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হয়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীরা নিরলস ভাবে কাজ করে। কার্যক্রম মূল্যায়নের জন্য সিভিল সার্জন মহোদয় উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারীকে পুরস্কৃত করেন। উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারী হিসাবে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মো.মানিক মিয়াকে সেরা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আরো ছয় উপজেলার সেরা কার্যক্রম সম্পাদনকারীদের এ পুরস্কার দেওয়া হয়।