বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গাউন পরিহিত অবস্থায় রিক্সায় আরোহন করে ব্যতিক্রমী এক শোডাউন দেয়। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের কেএসপি রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসুরা খানম (সহযোগী অধ্যাপক, আইন বিভাগ); সুরাইয়া জেবিন (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); হুমায়ুন কবির (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); মোহাঃ হুমায়ুন কবীর (প্রভাষক, আইন বিভাগ); চয়ন চাকি (প্রভাষক, আইন বিভাগ); নাহিদা সিদ্দিকা নীলা (প্রভাষক, আইন বিভাগ)।
সংবর্ধনায় বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষকগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা কামনা করেন এবং দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।
সমাপনী বক্তব্যে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিবাদন, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমরাই বাংলাদেশ, কারন তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।” এছাড়াও তিনি শিক্ষার্থীদের মধ্যকার দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে নিজেদের আপন সত্তাকে চিনে কী করে সফল হওয়া যায় সেটা নির্ধারণ করার কথা ব্যক্ত করেন। পরিশেষে তিনি আইন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে একাডেমিক প্রয়োজনে যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।