সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের চিনাকান্দি বিওপি সীমান্তের জিগাতলা এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে তাদের আটক করে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন।
আটককৃতা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের মো: কাদির মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (২৪), রাজাপাড়া গ্রামের মো: সূলতান মিয়ার ছেলে মো: মোবারক হোসেন (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১০/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামক স্থান হতে ০২ জন বাংলাদেশী নাগরিককে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ১ লাখ এক হাজার একশত সাতাশি টাকাসহ আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে ভারত প্রবেশ কালে তাদের আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশে কোনো অবৈধ পণ্য কিংবা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।