দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন মো: সাফিউল সারোয়ার বিপিএম। তিনি বিদায়ী পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) মো: গাজিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সুপার সাফিউল সারোয়ার ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় পুলিশের দায়িত্ব পালন শেষে তিনি পুলিশ হেড কোয়াটার্সে ও সর্বশেষ স্পেশাল ব্রান্স মালিবাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি জাতিসংঘ শান্তি মিশনে সুদানে প্রায় ১ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ একাধিক দেশে বিভিন্ন প্রশক্ষণে অংশ গ্রহন করেছেন। উদ্ভাবনী কাজের জন্য তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বিপিএম খেতাবে ভূষিত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে  স্নাতক ও স্নাতকত্তোর  ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ও ছোট মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী। নবাগত পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, নওগাঁ জেলা উত্তরবঙ্গের শান্তি প্রিয় জেলা হিসেবে পরিচিত। এই জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো এবং জেলাকে মাদকমুক্ত রাখায় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version