হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রচন্ড ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতারণ করেছেন।
রবিবার(২২ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। আরও উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম,ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আরও অনেকে এ।