তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় টাউন ক্লাব মেধা প্রকল্পের আওতায় ২২তম মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (২০শে ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।ক্লাবের সভাপতি ইফতেখার আহমদ কামরুল ও সাধারণ সম্পাদক নাসির জামান খাঁন জাকি’র সার্বিক তত্ত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাবেক পৌর কাউন্সিলর ও টাউন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, শিক্ষক আলতাফ হোসেন, ব্যবসায়ী জিল্লুর রহমান, ক্লাব সদস্য তারেক প্রমুখ।
টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খাঁন জাকি জানান, টাউন ক্লাব মেধা প্রকল্পের মরহুম হাজী মো. ফজলুর রহমান ও মরহুমা লজুতুন্নেছা খানম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ম শ্রেণির ৫২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।মেধাবৃত্তি পরীক্ষায় কুলাউড়া সরকারি কলেজ ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক এবং সাউথইস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান রিপন।