উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় তাবলীগী সাথীদের হত্যার বিচার এবং ঈশ্বরগঞ্জে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার পর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও তাবলীগের সাথীবৃন্দের উদ্যোগে উপজেলার মার্কায মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ সৃতিসৌধ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন।
বাইতুল কোরআন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তার বলেন, সাদপন্থীরা ইসলাম ও সুন্নাহ বিরোধী কর্মকান্ডে লিপ্ত।
এরা ইসরায়েলের মোসাদের দোসর। এরা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্তিথিশীল করে ফ্যাসিস সরকারকে ক্ষমতায় বসানোর পাঁয়তারা করছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাদীয়ানীরা কোন মসজিদে প্রবেশ করতে পারবেনা। এ উপজেলায় সাদিয়ানিদের কোন সাংগঠনিক কার্যক্রম চলতে পারবেনা। ঈশ্বরগঞ্জে মার্কায মসজিদ বলতে চরহোসেনপুর মসজিদকেই বুঝাবে। নতুন কোন মার্কায বানিয়ে ইসলাম বিরোধী কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। হাসপাতাল রোডে সাদিয়ানীরা যে মার্কায তৈরী করেছে তার সাইনবোর্ড অবিলম্বে নামিয়ে আনার জন্যে প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হক আজিজি, ঈশ্বরগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও মার্কায মসজিদের ইমাম মুফতি জয়নাল আবেদিন জামেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মনসুর আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল হক কাসেমী, মুফতি খাইরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।