মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর উপর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষ্যেআটপাড়ায় উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকাল ৪টায়উপজেলার সেতুর বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় হতে এ আনন্দ মিছিল বের হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি সাজিদুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী টুটল,২নং শুনই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস,সাবেক সভাপতি আব্দুল মোতালিব সুলতু, মাইনুল হোসেন মিল্টন, মোদ্দাসের হোসন কাইয়ুম,ওমর হাসান রুপন উপজেলার বিএনপি,অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে বক্তরা বলেন :-ভাটি বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরমিথ্যা ও ষড়যন্ত্র মামলায় শিকার হয়েছেন৷ একে একে সকল মামলা হতে মুক্তি পাচ্ছেন। দশ ট্রাক অস্ত্রের সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় লুৎফুরজ্জামান বাবর দীর্ঘ ২০ বছর জেল কেটেছে, এবং অবশেষে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, এতে তারাা আনন্দিত৷ এ ছাড়াও তারা বলেন ‘আটপাড়ার মাটি, বাবর ভাইয়ের ঘাটি, ফ্যাসিস্ট হাসিনা, দেশ ছেড়ে পালিয়েছে, ।
শেখ হাসিনার দোসরা বিভিন্ন ষড়যন্ত্র করে মামলা করছে।শেখ হাসিনার দোসররা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমেগণহত্যা চালিয়ে যাচ্ছে, তার অবিলম্বে বিচারও গ্রেপ্তার দাবি করেন। আগামী ১৫ জানুয়ারিলুৎফুজ্জামান বাবর তাদের মাঝে ফিরে আসবেনএবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলরাজনৈতিক মাঠে নামার বিষয়টি জানান।