তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু।তার সহপাঠীদের সাথে কথা বললে জানায়, সৌম্য সহ ৫ জন বন্ধু মিলে তারা লাউয়াছড়া ঘুরতে যায়। একসময় তারা ছবি তুলতে থাকে সবাই হঠাৎ একটি ট্রেনের ইঞ্জিন দ্রুততার সাথে ছুটে আসতে শুনে ৪ জন এদিক ওদিক ছুটে নিরাপদ স্থানে সটকে পড়ে।
পরক্ষনে দেখতে পায় কিছু লোক রেল লাইনের উপর জড়ো হয়ে আছে তখন তারা সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় তাদের বন্ধু সৌম্যের দেহ পড়ে আছে। সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।তিনি জানান, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সৌম্য দে। সে তার সহপাঠীদের সঙ্গে বৃহস্পতিবার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। এক পর্যায়ে লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে ট্রেন এলে সে ট্রেনসহ সেলফি তুলতে যায়।
এ সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে।এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা সাজ্জাদুল চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার বাসা শ্রীমঙ্গল পৌর এলাকার মাস্টার পাড়া আবাসিক এলাকার সুব্রত দে এর ছেলে সৌম্য দে।