পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে দুর্যোগ ব্যাবস্থাপনায় অন্তর্ভুক্তি ও সুশাসন পরতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা হয়। সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আরিফুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, সমবায় কর্মকর্তা মো. জাফর সাদিক, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ আকতার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহ উদ্দিন, কারিতাস বাংলাদেশের কো-অর্ডিনেটর সম্রাট সেয়ারো, পাথরঘাটা উপজেলা কো-অর্ডিনেটর লিটন দাস, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম জসিম, সাধারন সম্পাদক বদরুল আহসান সাকিব প্রমুখ।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সব চেয়ে পুরতন বেসরকারী এনজিও ব্রাক ও কারিতাস। তারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে থাকে। দুর্যোগের সময় কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং কাজের মাধ্যমে তাদের পরিবারের উন্নতি করতে পারেন।