ডা.এম.এ.মান্নাননাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
মহান বিজয় দিবস উপলক্ষে দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সকালেসংগঠনটির উপজেলা শাখা আমীর মাওলানা আল আমীনের নেত্বত্বে বিজয় র্যালিটি উপজেলার গোলচত্তর থেকে শুরু হয়ে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।এ বর্ণাঢ্য র্যালিতে উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানসহ উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন। অংশগ্রহণকারী সকলেই দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হন।উপজেলা আমীর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এরকম সুশৃঙ্খল ও প্রেরণাদায়ী কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।