তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, জেলা জামায়াতের আমীর, সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ,সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রহিম রিপন,পরিচালক তোফায়েল ইসলাম তুয়েল,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমীক দল, স্বেচ্ছাসেবক দলসহ রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, ব্যাংকার, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে জেলা প্রশাসক কর্যালয় সম্মুখে একদিনের একটি মেলার আয়োজন করা হয়।
এদিকে শ্রীমঙ্গলে পৌর শহীদ মিনার ও স্ব স্ব বিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যদয়ের সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলা বিএনপি, ছাত্র দল, যুবদল থানা পুলিশ, উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন