১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
রবিবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যেসব মা-বোন দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের জানাই সশ্রদ্ধ সালাম।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর পরাজয়ের মাধ্যমে বিজয় অর্জন করে। দেশের অকুতোভয় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন। তাই ১৬ ডিসেম্বর আমাদের জন্য এক গর্বিত এবং মহিমান্বিত দিন। এই দিনে আমি সেসব বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই।”
বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১৯৭১ সালে শোষণ-বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে এদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময়ে স্বৈরাচারী গোষ্ঠী গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করেছে। তবে এদেশের মানুষ প্রতিবারই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে এবং অধিকার পুনরুদ্ধার করেছে।”
তিনি অভিযোগ করেন, “আজও কিছু অপশক্তি দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।”
তিনি বিজয় দিবস উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে বিজয় দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন।