দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর অস্থায়ী কাঠের ব্রিজের চালু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোমেশ্বরী নদীর দুর্গাপুর-শিবগঞ্জ অংশে দোয়ার মধ্য দিয়ে কাঠের ব্রিজ শুভ উদ্বোধন হয়।এ ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যাওয়া যাত্রীদের জন্য বিনামূল্যে ও যানবাহনের জন্য নাম মাত্র টোল আদায় করা হবে বলে জানায় ব্রিজ পরিচালনাকারীরা। কাঠের এই অস্থায়ী ব্রিজ নির্মাণের আনুমানিক ১৫ লাখ টাকা খরচ হয়েছে। তবে ব্রিজগুলো থেকে আয়ের অংশ থেকে খরচ বঁাধে বাকি টাকা স্থানীয় মসজিদ মন্দিরে উন্নয়ন কাজে ব্যয় করা হবে জানান স্থানীয় নেতাকর্মী।স্থানীয়রা জানান,সোমেশ্বরী নদীতে কোন স্থায়ী ব্রীজ না থাকায় উপজেলা দুইটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় অর্ধলাখ মানুষ বছরের ছয় মাসের বেশি সময় পাহাড়ি খরস্রতার সোমেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হয়। তবে শুকনো মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় পারাপারে দুর্ভোগ বাড়ে।
গেল কয়েক বছর ধরে ইজারার মাধ্যমে এই দুর্ভোগ লাঘবে সোমেশ্বরী উপর কাঠের বীজ নির্মাণ হয়ে আসছে। তবে চলতি বছর সোমেশ্বরী নদী চৈতাটি, বিরিশিরি ও শিবগঞ্জ অংশে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে ও স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনটি ব্রিজ নির্মাণ করা হয়।তাছাড়াও পর্যটন সম্ভবনাময় এলাকা হওয়ায় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হাজারো পর্যটক এ পথ দিয়ে সাদামাটির পাহাড়, রানীখং,বিজয়পুর সহ আশ পাশের পর্যটন স্পটগুলোতে ভিড় করেন। এ সময় গাড়ি রেখে অন্য কোন মাধ্যমে যেতে হলেও ব্রিজগুলো নির্মাণ হওয়ায় সরাসরি যানবাহন নিয়ে পর্যটন স্পটগুলো ঘুরে দেখার সুবিধা হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ খান,তেরী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রব,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজ্বী জামাল উদ্দীন মাস্টার,পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণিসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।