জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিলেট বিভাগের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর বিভাগ। দলের হয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন নাঈম ইসলাম। লো স্কোরিং ম্যাচে অনায়াসে জিতেছে রংপুর।দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন নাঈম ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুর বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট বিভাগ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি দাঁড় করায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন তোফায়েল আহমেদ। এছাড়া ২৫ বলে ৩১ রান করেন জিসান আলম।
রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন আরিফ আহমেদ এবং এনামুল হক এনাম।জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে রংপুর।
শুরুতে কিছুটা ধীরে এগোলেও রানের গতি বাড়িয়েছেন নাঈম ইসলাম এবং আব্দুল্লাহ আল মামুন। ৩৫ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাঈম। অন্যদিকে ১২ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস খেলেছেন মামুন। ২৬ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বিভাগ। শেষ দিকে ৯ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন দলীয় অধিনায়ক আকবর আলী।সিলেটের হয়ে ২ উইকেট শিকার করেন এবাদত হোসেন চৌধুরী। এছাড়া ১টি করে উইকেট নেন আসাদুল্লাহ আল গালিব, রাহাতুল ফেরদৌস এবং তোফায়েল আহমেদ।