দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার রাঙ্গিছড়া এলাকায় ২০একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা জমিটি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) দিনভর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে প্রভাবশালী ব্যক্তি রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করে জমিটি অবৈধভাবে দীর্ঘ দিন দখল করে রেখেছিলেন।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাস, কুলাউড়া থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বুলবুল আহমেদ জানান, জেলার অন্যান্য স্থানে অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌজারের ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমি অবৈধ ভাবে দখল করা ছিল। সেখানে অবৈধ স্থাপনা অপসারণ করে খাস জমি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, কুলাউড়ার এই অঞ্চলে খাস জমির দখলদারিত্ব পরবর্তীতে সময়ে পর্যায়ক্রমে আরও উচ্ছেদ অভিযান করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version