দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশযুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বেকার যুবকদের ৭ (সাত) দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে৷সুখী যুব উন্নয়ন সংস্থা (সুখী) আটপাড়া উপজেলা নেত্রকোনা আয়োজনে মঙ্গলবার দুপুর ২টায় সুখারী গ্রামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের বিষয় হচ্ছে লেয়ার মুরগী পালন ও কোয়েল পাখি পালন৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে প্রকৌশলী জনাব মোঃ শেখ জামাল (আবির) এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সুখী যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা তাজমহল আক্তার দোলেনা, কোষাধ্যক্ষ পান্না মনি, জাতীয় নাগরিক কমিটির আটপাড়া উপজেলার মোঃ বিল্লাল, মাসুদ, অন্তর, আটপাড়া উপজেলার ছাত্রদলের মনোয়ার হোসাইন জনি, সুখারী ইউনিয়নের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো শ্যামল খাঁ, খালিয়াজুড়ি উপজেলার প্রতিনিধি মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ
-১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ।