জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের এই শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান তোমাদের পরবর্তী জীবনে মাইলফলক হিসেবে থাকবে। প্রাথমিকের গন্ডি পেরিয়ে আজ তোমরা মাধ্যমিকের জন্য আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ। তোমরা সেখানেও মনোযোগের সাথে লেখা-পড়া করে ভালো ফলাফল করবে বলে আশা করছি। তবে ভবিষ্যতে তোমাদের আর এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিকের পরেই যেন বিদায় নিতে না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। স্কুল এন্ড কলেজের জন্য নতুন ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের জন্য নির্দেশ দিয়েছি। কাজ শেষ হলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চালু করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভাপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন এবং সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক রোকাইয়া আক্তার।
অভিভাবকদের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মাইন উদ্দিন বক্তব্য রাখেন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ হতে জারীন হাদীকা তার অনুভূতি ব্যক্ত করেন। এসময় উপহার হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘সঞ্চিতা‘ বই তুলে দেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।