মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
” দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন রোডে দূর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
পরে উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় নওগাঁ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা,
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহিন চৌধুরী, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমুখ।
এর আগে একটি র্যালী উপজেলা চত্ত্বর প্রদিক্ষণ করে।