তিন বর্ণ মিলে ঘঠিত হয়েছে সুন্দর এক শব্দ যার নাম ঈমান,
এই ঈমান মানুষের মাঝে না থাকিলে বেচে থেকেও মরে যাওয়া যেন একই সমান।
ঈমান হাড়া – ঈমান ছাড়া মানুষ গুলি নির্লজ, নির্বোধ, জ্ঞানহীন যেন পশুর সমান!
তাদের ভেতর সর্বদা, সব সময় বিরাজ করে মানুষের চির শত্রু মদুদ শয়তান।
মুখে স্বীকার করা, অন্তরে দৃড়ভাবে বিশ্বাস স্থাপন করা,এবং কাজে কর্মে পরিনত করাই হল ঈমান।
জানিনা, বুঝিনা, মানিনা অথচ গর্ব করে পরিচয় দেই আমি সাচ্চা মুসলমান।
না ফরমানি কথা – বার্তা বিদাত আর শিরক এর মত কাজ প্রতি নিয়তো করছি ভাই,
বলতে গেলে এসব কথা পূর্ব পুরুষ থেকে হয়ে আসছে আমরা করি তাই।
কুরআন – হাদিস এর উর্ধে কেউ নয় আমরা মানব জাতি যত বড়ই হয় না কেন!
ঈমানের সহীত বেচেঁ থাকাটা জরুরি যেমন —-
মরনেও ঈমান মজবুত রেখে মৃত্যু টা আরও বেশি জরুরি মনে হয় যেন।
অগনিত টাকা আর মহামূল্যবান সম্পদ দিয়ে যায় না কেনা —-
আবার জোর করেও ছিনিয়ে আনার নয়,
মহান আল্লাহর সকল হুকুম মেনে —-
এবং হযরত মোহাম্মদ (সঃ) এর দেখানো ও শেখানো, সকল আমল দ্বারা খাঁটি ঈমান অর্জন করতে হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment