রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর পৌরসভার পৌর শহরের মডেল মসজিদের উত্তর পাশে ৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর বাজারে জাকির হোসেনের ভাঙারির দোকান ও পাশে থাকা সোহরাব হোসেনে লেপতোষকের দোকান আকস্মিক আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও লেপ-তোষকের তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন , আমি এক পাশে কাজ করতেছিলাম। হঠাৎ দেখি পাশের টিনে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইনস্পেকটর হুমায়ুন কবির ঘটনার নিশ্চিত করে বলেন,খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।