নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি ও আলোচনা সভা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
এ উপলক্ষে সভাপতিত্ব করেন উপজেলার জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ খায়ের।
এ সময় মুক্তিযোদ্ধার প্রজম্ম মোশতাক আহমেদ পলাশের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া, মো. ওবায়দুল হক, হারেছ রহমান সাগর, বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা সুনিল ভৌমিক, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, শ্রমিক দলের আহবায়ক মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল,ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ।
এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।