ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্কুল অডিটোরিয়ামে এ শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে কলম, স্কেল এবং কোর্ট ফাইল প্রদান করা হয়।
সহকারী শিক্ষক মো.ওয়াকিবের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ মো:মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আফরোজা মিশু,রওশন স্বর্ণা, ফারজানা,সারমিন সুলতানা, গোলাম রাব্বানী রাফি প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিশুদের মাঝে দেশপ্রেম আর ভালো মনের মানুষ হিসেবে তৈরি করতে পারলে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে বেশিদিন লাগবেনা। আমরা আমাদের হীরার টুকরোগুলো যত্ন করলে তারা ভালো ফলাফলের পাশাপাশি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, শিশুরা আমাদের প্রাণ। তাই শিশুদের শিক্ষা, বিনোদন, পুষ্টি, খাবার নিরাপত্তাসহ সামাজিক সকল অধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
পরিশেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচলনা করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।