ফেনী প্রতিনিধি :
আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়। দিনটিকে স্মরণ করতে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ফেনী মুক্ত দিবস।
শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। তারপরেই পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহ পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। ৬ডিসেম্বর কেমন ছিলো সেই দিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। তারা বলেন আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে। ভবিষ্যতে যেন কোন ব্যাক্তি কিংবা রাজনৈতিক দল ক্ষমতার আড়ালে ফ্যাসিষ্ট হয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকবে।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন শেষে বিভিন্ন র্যালী সড়ক সমুহ প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা পূর্বক মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।