কে. এম. সাখাওয়াত হোসেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন প্রফেসর মো. আবু তাহের খান। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেত্রকোনা জেলার একজন গর্বিত সন্তান।
জাতীয় বিশ্ববিদ্যায়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত পত্রে জানা যায়, অধ্যক্ষ মো. আবু তাহের খান জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২০(১)(ঞ) ধারা অনুযায়ি একাডেমিক কাউন্সিল কর্তৃক দুই বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
এতে আরও উল্লেখ, তাঁর প্রাজ্ঞ পরামর্শ ও সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
গত ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।