জোবায়ের হোসেন, ফেনী প্রতিনিধি:
ফেনীতে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক তারেক রহমান।মঙ্গলবার বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন।এসময় বিজয়ী তারেক বলেন,ডাবল মিলিয়ন অফার চলাকালীন সময়ে আমি গত ১৯ নভেম্বর শহরের এসএসকে রোডের ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনি। এরপর আমি যখন ২০ লাখ টাকার লটারি জিতেছি এমন একটি ফোন পাই, প্রথমে আমি ভয় পেয়ে গেয়েছিলাম। রেক আরো বলেন,১২ বছর বয়স থেকে আমার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমি আমার পরিবারের হাল ধরেছি। এই টাকা আমার ভাগ্য বদলে সহায়ক হবে। এই টাকা দিয়ে আমার বোনদের বিয়ে দিবো। বাবার নামে কৃষি জমি কিনে চাষাবাদ করবো।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন একটি দেশীয় পণ্য। এ পণ্য যত কিনবেন দেশ ততই সমৃদ্ধ হবে, আর্থিকভাবে সাবলম্বী হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি ওয়ালটন এখন আন্তর্জাতিক মানসম্পন্ন। এ পণ্য কিনে দেশের কয়েক হাজার মানুষ পুরস্কার জিতে সাবলম্বী হয়েছে। ওয়ালটনের এ ধারা অব্যাহত থাকবে। ওয়ালটন কারও সঙ্গে প্রতারণা করে না। আমরা ঢাকা থেকে ফেনীতে পুরস্কারের টাকা পৌঁছে দিতে এসেছি। আমরা এটাই প্রমাণ করেছি ওয়ালটন আছে দেশের প্রতিটি গ্রামে। প্রতিটি মানুষের মনে প্রাণে।
ফেনী ওয়াপদা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মুহুরী’র সম্পাদক ফজলুর রহমান বকুল, লাতু মিয়া অ্যান্ড সন্সের পরিচালক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, শহর ব্যবসায়ী সমিতির সমন্বয়ক গিয়াস উদ্দিন হেলাল ও ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. জয়নাল আবেদীন।