বশেমুরবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম এবং সহকারী পরিচালক হিসেবে রসায়ন বিভাগের প্রভাষক ড. মোঃ ওয়াহিদুল ইসলাম রাতুল ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক তানহা তাবাসসুম তিষাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ঠা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে এবং রেজিস্ট্রার মো: এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাদের এই নিয়োগ বিবেচিত হবে। তাদের এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তারা নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বদরুল ইসলাম বলেন, “উক্ত দায়িত্ব প্রদান করায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর মূলত ছাত্র সংশ্লিষ্ট বিষয় সমস্যা সমাধানে কাজ করে থাকে। শিক্ষার্থীদের সুবিধা প্রদানে ও শিক্ষার্থীদের সামগ্রিক কার্যক্রম গতিশীল করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সকলকে সহযোগিতার আহবান জানাচ্ছি।”
উল্লেখ্য যে, এর আগে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দায়িত্বে পালন করেছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শরাফত আলী।