মাভাবিপ্রবি প্রতিনিধ:
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’,‘দূতাবাসে হামলা কেন, মোদি তুই জবাব দে’,‘গোলামী না আজাদি,আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’,’ভারতীয় পণ্য,বয়কট-বয়কট’,’ভারতীয় দালালেরা,হুশিয়ার সাবধান’,’ইসকনের দালালেরা,হুশিয়ার সাবধান’সহ নানাবিধ স্লোগান দিতে দেখা যায়।
এসময় মাভাবিপ্রবির বিজিই বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের অন্যতম সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন,’চব্বিশের বিপ্লব আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উঁচুস্বরে কথা বলতে শিখিয়েছে।শুধুমাত্র হাসিনার পদত্যাগের জন্য এই বিপ্লব হয় নি।এই বিপ্লবের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে পূর্ণরূপে মুক্ত করতে চাই।’
তিনি আরো বলেন,’সম্প্রতি আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ভয় পায়।তারা আমাদেরকে সবসময় পরাধীন অবস্থায় দেখতে চায় যাতে তারা আমাদেরকে ভালোমতো শোষণ করতে পারে।কিন্তু এখন দিন বদলের সময় এসেছে।হাসিনার ভারত তোষণমূলক পররাষ্ট্রনীতি আর চলতে দেওয়া হবে না।বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব নিয়ে কোন ছাড় দেওয়া হবে না।কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানতে চায় তবে দেশের ছাত্রসমাজ তাদেরকে যথাযথভাবে প্রতিহত করবে।’