আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘মাদক ছাড়ো, খেলা ধরো’’ এই প্রতিপাদ্যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষে প্রতিভা কোচিং হোম এর ১০ বছর পুর্তি উপলক্ষে দক্ষিনপাড়া (দি হান্ড্রেড) ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিণ পাড়া মাঠে প্রতিভা কোচিং হোম এর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আয়োজক কমিটির সভাপতি মাসুম বিল্লাহ অভি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি,যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকার,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ মড়ল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,যুগ্ম আহ্বায়ক হীরা আব্বাসী,আরিফ ফ্যাশনের স্বত্বাধিকারী আরিফ সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে প্রতিভা কোচিং হোম বনাম আরহাম ফাউন্ডেশন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রতিভা কোচিং হোম৷ নির্ধারিত ওভার শেষে দলীয় সংগ্রহ দাড়ায় ২০১ রান। ২০২ রানের টার্গেট তাড়া করে ১৬২ রানে থামে আরহাম ফাউন্ডেশনের ইনিংস। যার ফলে ৩৯ রানের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় প্রতিভা কোচিং হোম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সুব্রত জেড এক্স।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেয় অতিথিরা।