মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সংগঠনটির মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার সেক্রেটারি মো. হাফিজ।নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম,শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ,সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন,’বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন।আর এটি মোকাবেলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।আমরা যদি নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে না পারি,নিজেদের মূল্যবোধের যর্থার্থ চর্চা না করতে পারি তাহলে এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব না।তাই আমাদের সবাইকে নিজ ইতিহাস,ঐতিহ্য ও আত্নপরিচয়ের প্রতি হীনমন্যতা না রেখে সেটিকে জীবনের প্রতিটা ধাপে ধারণ করতে হবে।’ তিনি আরো বলেন,’ইসলামী ছাত্রশিবির নৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করতে চাই।আমরা ইতিহাস ও ঐতিহ্য চর্চায় আমাদের নিজস্ব ধারা সৃষ্টি করতে চায়।পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না।’ পরবর্তীতে উপহারসামগ্রী ও খাবার প্রদানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment