দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস সংলগ্ন সন্তোষ বাজার প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা’,‘সারা বাংলায় খবর দে,ইসকনের কবর দে’,’সাইফুল ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেবো না’,’দিয়েছি তো রক্ত,আরো দেবো রক্ত’,’আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে’সহ নানাবিধ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাভাবিপ্রবির বিজিই বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন,’বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ।ভিন্ন ধর্মাবলীদের সাথে আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী।কিন্তু যখন ধর্মীয় উন্মাদনকে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কাজকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমরা ছাত্রসমাজ সেটা মেনে নিতে পারি না।এধরণের হীন কাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলমান থাকবে।’ উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনের সময় বিকেলবেলা আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version