হাওরাঞ্চলের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার
আমিনুল হক, সুনামগঞ্জ
অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় দুই দিনের সফর করলেন সুনামগঞ্জ জেলায়। তিনি তার সফরকালে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন, জেলা পর্যায়ের কর্মকর্তাদেও সাথে মতবিনিময়, পিটি আই প্রশিক্ষণ সেন্টারে ব্যবস্থাপনা ও বাজেট সংক্রান্ত মতবিনিময় করেন। এছাড়াও তিনি সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগদান করেন। সোমবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি হাছনরাজা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন-শিশুরা হচ্ছে আগামীর ভবিষৎ। তাই শিশুদের নীতি নৈতিকতা শিখাতে হবে। শিশুদের বুঝে পড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। মুখস্ত বিদ্যা দিয়ে পাস করলেই হবে না। পাঠ্য বইয়ে যা আছে তা অনুধাবন করতে হবে। তিনি আরো বলেন- আপনারা যে সমস্যার কথা বলছেন তা সত্যিই। আপনাদের যে দাবী তা আমারও দাবী। তাই হাওরাঞ্চলের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রথমে আমি এই দায়িত্বে আসতে ইতস্তবোধ করছিলাম। তারপর একটা সময় আমাকেই দায়িত্বটা নিতে হলো। আপনাদের দাবীর সাথে জেলা প্রশাসনও আন্তরিক। ঢাকায় বসে স্থানীয় সমস্যা সমাধান করা আর এখানে যারা আছেন তাদের বিষয় ভিন্ন। আমার নিজের মন্ত্রনালয়ের কাজগুলো যা আছে তা তো আমিই সমাধানের পথ খোজে নেবো। আমাদের মৌলিক সমস্যা রয়েছে। যার যে বিষয়ে জ্ঞান আছে সেই জ্ঞান কাজে লাগাতে হবে। ষ্টেইক হোল্ডারদেরও কাজে লাগাতে হবে। সৎ উদ্দেশ্য থাকলে যে কোন কাজে সফল হওয়া সম্ভব। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সঞ্চয়ালনায় এ সময় সুনামগঞ্জের উন্নয়ন ভাবনার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার মহিবুল্লাহ আকন্দ । সুধীজনের মধ্য থেকে বক্তব্য রাখেন-পিপি অ্যাড. মল্লিক মঈদনুদ্দিন সোহেল , জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাবেক সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অধ্যাপক রোকসানা পারভিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাদির আহমেদ,জেলা বিএনপির সদস্য রেজাউল হক, ব্যাবসায়ী ওয়াহিদ আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, পরিবেশ রক্ষা আন্দোলের সভাপতি আবু নাসের , উপধাক্ষ কাণিক সুলতানা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুভাস উদ্দিন, অধিকার এর ফোকাল পার্সন আমিনুল হক, সাংবাদিক গিয়াস চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের সংগঠক মেহেদী হাসান প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. আতাউল গণি, উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিন, উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, আবু সুফিয়ান,আব্দুল মজিদ। এর আগে বিকাল ৩টায় নব নির্মিত কেন্দ্রিয় শহীদ মিনারের উদ্বোধন করেন।