তরিকুল্লাহ আশরাফী : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে অসত্য,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার এর প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাত আলী। লিখিত বক্ত্যবে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত স্থলবন্দরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। গতকাল ১৬ নভেম্বর দুপুরে ভারতীয় কয়লা রপ্তানীকারক নেতৃবৃন্দ হালুয়াঘাট উত্তর বাজার, হোটেল ইমেক্স ভবনে আমদানিকারক নেতৃবৃন্দের সাথে কয়লা ব্যবসা চালু করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমদানী রপ্তানীকারক গ্রুপের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মিটিং শেষে উনাকে বিদায় দেওয়ার মুহুর্তে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ ও কয়লা ব্যবসায়ী বিল্লাল হোসেন দুজনে আমদানি ও রপ্তানীকারক গ্রুপের মহাসচিব ও সাবেক হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সেক্রেটারী অশোক সরকার অপুকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেদম প্রহারের মাধ্যমে উনাকে আহত করে, এবং তার পরিধেয় গায়ের বস্ত্র ছিড়ে ফেলে। যখন অপু সরকারকে মারধর করতে থাকে তখন উপস্থিত জনতা উত্তেজিত হওয়ায় নাদিম এবং বিল্লাল হোসেন দ্রুত গতিতে স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদেরই চক্রান্তে তাদের নিজস্ব লোকজনের মাধ্যমে নাদিম আহমেদের বাসায় সাজানো এক হামলা চালিয়ে জনাব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপি কে হেয় প্রতিপন্ন করার জন্য এক অপকৌশল অবলম্বন করেন। মূলত প্রিন্স সাহেবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উক্ত ঘটনাটি পরিকল্পনামাফিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটানো হয়েছে। পরে নাদম আহমেদ সংবাদ সম্মেলন করে প্রিন্স সাহেবকে জড়িয়ে উদ্দেশ্যমূলক বক্ত্যব্য দিয়েছেন। যার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অঙ্গ সহযোগী সংগঠন এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেব কোন অবস্থাতেই জড়িত নহে। নাদিম আহমেদ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনও আওয়ামী লীগ কখনও বিএনপি কখনো জামায়াত সেজে বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত থাকেন। তারই ধারাবাহিকতায় হালুয়াঘাটে কয়লার ব্যবসায়ে আধিপত্য বিস্তার করার জন্যে দীর্ঘদিন যাবৎ নানা রকমের কোট কৌশল করে আসছিলেন। সংবাদ সম্মেলনে তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নব্য দরবেশ নামে ক্ষ্যাত চোরাকারবারী ভন্ড চাঁদাবাজ নাদিমের বিচার প্রার্থনা করেন এবং তারই সাথে হালুয়াঘাটের শান্তিপ্রিয় পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment