মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মোঃহাফিজুর রহমান, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ্যাড মোঃ আব্দুস সালম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মারশার এগ্রোবেট এর বরগুনা জেলার দায়িত্বে নিয়োজিত টেরিটোর অফিসার মোঃ খাইরুল ইসলাম, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের, সাংগঠনিক সম্পাদক ইশরাত মুক্ত, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের, ছাত্রবিষয়ক সম্পাদক সৌরভ খরাতি ও ছাত্র-ছাত্রীবৃন্দ,স্বপ্ন যাত্রী একতা ফাউন্ডেশনের সদস্য বৃন্দ এবং স্থানীয় সচেতন মানুষ।
উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন, প্রথমেই উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলায় বিভিন্ন স্কুল- কলেজে, মসজিদ মাদ্রাসায়, প্রায় ৫০০ শতোর অধিক ফলচ ও বনজ চারা রোপণ করেছি, এবং অসহায় দারিদ্র্য মানুষদের কে বিভিন্ন ভাবে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সহয়তা করেছি, দারিদ্র্য শিক্ষার্থীদের মাজে বই বিতরন করে থাকি, সামনের দিনগুলোতেও আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। আমি সকলের সু স্বাস্থ্য কামনা করেন। ও দীর্ঘ আয়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মো হাফিজুর রহমান বলেন,”দেশের বায়ু মাটি গাছ লাগিয়ে করব খাঁটি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করেন, এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছের চারা লাগানোর জন্য অনুরোধ করেন। স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃফারুক রহমানকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তিতায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ্যাড মোঃ আব্দুস সালাম বলেন,গাছ আমাদেরকে অক্সিজেন দেয় তাই গাছে গুরত্ব আমাদের জীবনে অপরিসীম। উপস্থিত সকলকে অনুরোধ করেন অন্তত একটি করে গাছ লাগানোর জন্য।
সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃজিয়াউল করিম বলেন,এদেশর মাটি আমাদের মা, মাকে রক্ষা করে আমাদের সকলের দায়িত্ব। গাছ লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। বাংলাদেশ প্রায় ২০ কোটি মানুষ সকলে যদি আমরা একটি করে গাছ লাগাই তাহলে ২০ কোটি গাছ রোপন করা হবে। তিনি স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।