ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয় ৮ই অক্টোবর। ভর্তি ফি বাবদ আইন বিভাগের নবীন শিক্ষার্থীরা পনেরো হাজার একশত পঞ্চাশ টাকা জামা দেন। যা অনেক শিক্ষার্থীদের কাছে খুবই কষ্ট সাধ্য।
এরই মধ্যে গত ১০ই নভেম্বর আইন বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি নোটিশে আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বিভাগ উন্নয়ন ফি বাবদ ৪০০০ টাকা আগামী ১৪ই নভেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন।যা পরিশোধ করতে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করছেন।
আইন বিভাগের নবীন শিক্ষার্থী মো.জুয়েল (২০২৩-২৪) বলেন” এই মুহূর্তে এতো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারন অল্প কিছু দিন আগেই আমি অনেক গুলা টাকা দিয়ে ভর্তি কমপ্লিট করছি, আরো অ্যাডমিশন বাবদ ও যাতায়াত ভাড়াসহ আমার অনেক টাকা ব্যয় হয়েছে। যা আমার মতো মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্ট সাধ্য।
অন্যদিকে নতুন এক শহরে নিজেকে খাপ খেয়ে নেওয়া, এখানে কিছু টাকার ব্যাপার স্যাপার ও আছে। আর এই মুহূর্তে ডিপার্টমেন্ট এতো টাকা (যা এক প্রকার চাপিয়ে দেওয়া বললেই চলে) সত্যি বলতে এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না এবং আমার কাছে টাকা না থাকার কারণে এখনো বই কিনতে পারি নাই।”
আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী বলেন “আমাদের সময়ও এই টাকা দেওয়া লাগছে। কিন্তু এই টাকা কোন খাতে ব্যয় করা হয় তা আমরা জানি না এবং তা আমাদের চোখে পরিলক্ষিত হয়নি”
আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিরাজুল ইসলাম বলেন” আমরা চার বছরে জন্য চার হাজার টাকা দিয়েছিলাম। এই টাকা কোন খাতে ব্যয় করা হয় এটা আমরা কখনো জানতে চাইনি কিংবা স্যারেরা ও এই বিষয়টা ক্লিয়ার করেননি”।
আইন বিভাগের চেয়ারম্যান সরদার কায়সার আহমেদ কাছে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন “এইগুলা আমরা ছাত্রদের কল্যাণে বেশি ব্যবহার করে থাকি যেমন পিকনিক, ট্যুর এবং বিভাগে যারা আসেন তাদের পিছনে। মূল বিষয়টা হচ্ছে বিভাগের উন্নয়নে। এটা তো বিশ্ববিদ্যালয়ে নীতিমালা মতো আছে আমরা সেটার আলোকেই এটা করে থাকি।”