মো.ফখর উদ্দিন,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব আনোয়ারা এর কার্যকরী নতুন কমিটি ঘোষণা করেছে। এই কমিটিকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সংগঠনটির একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসাবে ডা: মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে ডা. হুমায়ুন রশিদ মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক ডা. সাইয়্যেদুল মোস্তফা,অর্থ সম্পাদক ডা. মো. নাজিম উদ্দীন,প্রচার সম্পাদক ডা. শফিউল আলম মারুফ,সমাজ সেবা সম্পাদক ডা. এম. এ কাইয়ুম ইমন,নারী কল্যাণ সম্পাদক ডা. জয়ন্তী মিত্র,ছাত্র বিষয়ক সম্পাদক সাহাত সায়েম ও সাংস্কৃতিক সম্পাদক ডা. রাশেদ বিন আমিন৷ডা. মোহাম্মদ সাইফ উদ্দীন (CMC) সদস্য,ডা. মো. ওবায়দুল হক (BGCMTC) সদস্য,ডা. আকরাম হোসেন মঞ্জু (BGCMTC) সদস্য,
ডা.ফৌজিয়া ফারিহা (CIMCH) সদস্য,জয়দ্বীপ চক্রবর্তী (CoxMC) সদস্য,সাইয়্যেদ মো. মাকসুদ (DMC) সদস্য,খালিদুর রহমান রাফি (CIMCH) সদস্য,নিলয় দত্ত (CoxMC) সদস্য,মুনতাসির মাহমুদ (CoxMC) সদস্য,জেমিমা রশিদ চৌধুরী (CIDCH) সদস্য,শাহাদাত হোসেন রিয়াদ (CoxMC) সদস্য,সাবরিনা আমিন কনা (China) সদস্য,আবদুললাহ আল মারুফ (CIMCH) সদস্য,খান মোহাম্মদ আরিফ (COMC) সদস্য৷
ডক্টরস অ্যাসোসিয়েশন অব আনোয়ারা এর কার্যকরী কমিটিতে অন্যান্যের মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন ডা. শাহজাহান মনসুর,ডা. মিজানুর রহমান মিজান,ডা. প্রতীক চৌধুরী,ডা. শেখ মোহাম্মদ ইরফান,ডা. সানি দেবনাথ,ডা. তানভীর চৌধুরী,ডা. আহসান উদ্দীন আহমেদ ও ডা. মো. শোয়াইব৷
নতুন সভাপতি ডা: মিজানুর রহমান বলেন, “আনোয়ারার ডক্টরস অ্যাসোসিয়েশনে, আমরা স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং চিকিৎসা পেশাদারদের মধ্যে সমর্থন ও সহযোগিতার একটি সম্প্রদায়কে উত্সাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল রোগীর যত্নের মান উন্নত করা, আমাদের সদস্যদের নিরাপত্তার প্রয়োজনের জন্য আইনি উদ্যোগ গ্রহন করা এবং চিকিৎসা শিক্ষার প্রচার করা। এবং সচেতনতা একসাথে, আমরা একটি স্বাস্থ্যকর আনোয়ারা তৈরি করার চেষ্টা করি, যেখানে ডাক্তার এবং রোগী উভয়ই উন্নতি লাভ করে।”
সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন রশিদ বলেন,আমাদের এসোশিয়েশন আনোয়ারা জুড়ে ডাক্তারদের জন্য একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসাবে দাঁড়িয়েছে, যা আমাদের সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবার অগ্রগতির জন্য নিবেদিত। আমরা সহযোগিতা, পেশাদার বৃদ্ধি এবং নীতির পক্ষে ওকালতিতে বিশ্বাস করি যা আমাদের ডাক্তারদের সর্বোচ্চ মানের যত্ন প্রদানের জন্য ক্ষমতায়ন করে। একসাথে, আমরা কাজ করছি সবার জন্য একটি উজ্জ্বল, স্বাস্থ্যকর ভবিষ্যতের ।”