রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্প সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপর সাড়ে ১২ টায় ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ফুলছড়ি উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্প সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার সহ ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।