জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের প্লাটফর্ম এআইএস বিজনেস ক্লাবের নব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোহাইমিনুর রহমান খান আদিবকে সভাপতি ও রাজু রায়হান টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার এআইএস বিজনেস ক্লাব হতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম উল্লেখ করা হয়।
৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফাহিমুল হক ফাহিম, সাদিয়া আফরিন নিশাত, ওয়াকিল হাসানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাজিয়া আক্তার রিতু, শাহরিয়ার বিশ্বাস রাহাত ও রোকাইয়া আক্তার স্বর্নালী।
সভাপতি মোহাইমিনুর রহমান বলেন, ‘দায়িত্ব আর নেতৃত্ব আলাদা। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি যে দায়িত্ব নিতে জানে সে সফলতার দার প্রান্তে যেতে পারে। ক্লাবের সুন্দর ভবিষ্যতের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অল্প সময়েও নিজের সর্বোচ্চ দিয়ে ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
সাধারণ সম্পাদক টুটুল বলেন,’আমাদের ক্লাবের ভবিষ্যত নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। একাউন্টিং এবং ব্যবসায়িক ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত সেমিনার, কর্মশালা এবং নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করছি।
আমরা আমাদের ক্লাবকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে তরুণ প্রজন্ম ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। ভবিষ্যতে আমরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং একাধিক স্টার্টআপ ইনিশিয়েটিভ পরিচালনারও পরিকল্পনা করেছি, যা আমাদের ক্লাবের সদস্যদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে।’