চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে কানসাট সোলেমান বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কানসাট ইউনিয়ন বিএনপি আহবায়ক ময়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস।
কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোফাজ্জুল হক, , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল আলীসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল।
দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরো জানান, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।