আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় সার কারখানার শ্রমিকদের সংগঠন উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের জেরে সভাপতি পদে প্রার্থী আবুল ফয়েজের বাড়িতে হামলা করেছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় হামলা এ ঘটনা ঘটে। এসময় দূবর্বৃত্তরা আবুল ফয়েজের বসতঘরসহ চারটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এই সংবাদ লিখা পর্যন্ত থানায় কোন পক্ষ মামলা করেনি বলে জানা যায়।
ভুক্তভোগী আবুল ফয়েজ বলেন, গত ৩ তারিখ শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন পদত্যাগ করলে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়। নির্বাচন স্থগিত হলে আমার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী যুবলীগ নেতা আক্তার হোসেন আমাকে দায়ী করে। বুধবার আক্তার হোসেন ও তার মা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনিসহ ২০ থেকে ২৫ জন যুবক রাতের আঁধারে আমার বাড়িতে হামলা করে। এসময় আমার ৪ টা মোটরসাইকে ভাংচুর করে ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। হামলার সময় ৭ রাইন্ড গুলিও ছুড়ে তােরা। পরে আমরা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে আনলে হামলাকারীরা পালিয়ে যায়।
উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মামুন খান জানান, আগামী শুক্রবার বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্ততি সভার আয়োজন করি বুধবার রাতে আমরা। হঠাৎ যুবলীগ ক্যাডার আখতার বক্সের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, দুইপক্ষের হামলার ঘটনা শুনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে এবিষয়ে কেউ মামলা বা অভিযোগ দেয়নি।