রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
শান্তিপূর্ণভাবে নীলফামারীর ডিমলা উপজেলা আমিন কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির প্রধান পরিচালক ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।
এর আগে শনিবার বিকাল ৪ টা থেকে সন্ধা ৬.১৫ মিনিট পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নের সার্ভেয়ার(আমিন)রা দীর্ঘ সময় ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এসময় সভাপতি পদে শহিদুল ইসলাম ৭১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল হোসেন ভোট পেয়েছেন ১১ টি।
সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন ৬৭ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসানুর ৭ টি ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল বাসার দৃষ্টি ৬৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হালিমুর ৬ টি ভোট পেয়েছেন।
এসময় নির্বাচন কমিটির সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন,আফতাব হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনতা ডিগ্রি কলেজ,ছামিউল আলম লেলিন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ৪নং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ,মিনালুজ জামান মিন্টু জামাত নেতা ও প্রথম শ্রেণীর ঠিকাদার,আব্দুল জব্বার সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ৬নং নাউতারা ইউপি।
নির্বাচন কমিটির প্রধান পরিচালক ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, উপজেলার ১৩৫ জন সদস্যের মধ্যে ৮৫ জন ভোট দেন,এর মধ্যে একটি ভোট বাতিল করা হয়েছে ৮৪ টি বৈধ ভোট পাওয়া গেছে। দীর্ঘ ৯ বছর পর ডিমলা উপজেলা আমিন কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীর সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে।