জেলা প্রতিনিধি, নড়াইল:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে বাজার তদারকি অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজনকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে কালিয়া উপজেলার চাঁচুড়ী ও সদরের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও না টানানোর অপরাধে শুকুর মুন্সীকে এক হাজার টাকা, স্বাধীন মোল্যাকে ৫শ টাকা, মাহবুব শিকদারকে ২শ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী গরুর মাংস বিক্রেতা গোলাম মীরকে ৩ হাজার টাকা ও মনিরুল ইসলামকে লুকিং গ্লাস এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা। এছাড়া আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান চলবে।