দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে এক শিক্ষক ও এক শিক্ষার্থীসহ ৪ জনকে কুকুর কামড়ে আহত করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের চণ্ডিগড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার (৫৭), চণ্ডিগড় উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্র সূর্য দেবনাথ (১৩),বৃদ্ধ নারী প্রমিলা দেবনাথ (৬০) ও পথচারী আজিজুল হক (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে,একটি পাগলা কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চণ্ডিগড় গ্রামের শিক্ষক আবুল বাশার,স্কুল ছাত্র সূর্য দেবনাথ,বৃদ্ধ নারী প্রমিলা দেবনাথ ও পথচারী আজিজুল হক কুকুরের কামড়ের শিকার হন। তাঁদের পা,হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে কুকুরের কামড়ে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। এ ঘটনার পর এলাকাবাসী একত্রিত হয়ে ওই কুকুরটিকেও পিটিয়ে মেরে ফেলে।
নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার বলেন,সকালে স্কুলে যায় তারপর স্কুলের পাশের রাস্তায় কিছু ছেলে চিল্লাপাল্লা করছিলো পুকুরে সাপ দেখে তখন আমি বের হয়ে দেখতে যায়। ওই সময় কুকুরটি দৌড়ে এসে আমাকে কামরাতে শুরু করে প্রথমে পায়ে কামুড় দেয় পরে আমি সেখান থেকে সড়াতে চাইলে হাতে কামড়ানো শুরু করে এইসময়ে আশপাশের লোকজন দ্রুত আসায় প্রাণে রক্ষা পেয়ে যায়।
চণ্ডিগড় গ্রামে বাসিন্দা মো. সবুজ মিয়া বলেন,আজ চারজনকে কুকুরটি কামড়েছে। গতকালও আকাশ নামের আরেকটি ছেলেকে এই কুকুরেই কামড়িয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন,কুকুরের কামুড়ে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এখন প্রায়ই কুকুরে কামুড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিতে আসে।