লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে পল্টন হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭-অক্টোবর) বিকালে বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজন। পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে রানীশংকৈল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম,বক্তব্য দেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা, সহ-সেক্রেটারী বাবুল আহাম্মেদ,আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহবুব আলম, ওলামা বিভাগের পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নেতা হাফিজুল ইসলাম,ইসলামী ছাত্র শিবিরের পীরগঞ্জ উপজেলার(উত্তর) সভাপতি আমির হামজা প্রমূখ।
এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।