স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামে র্যাবের ঝটিকা অভিযানে একটি রিভালবার ও সাত রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ জসিম সরদার (৪০) কে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীর মোঃ জসিম সরদার উপজেলার ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদার এর ছেলে। গতকাল রবিবার ( ২৭ শে অক্টোবর ) রাত ৯টায় এ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ যশোর এর এক প্রেস বার্তায় জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে জসিম উদ্দীনকে মাদক বিক্রির অভিযোগে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে একটি বিদেশী রিভালবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিলো। জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রম ও নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় অস্ত্র আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।