জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা উপজেলায় স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশর স্থাপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার ( ২৭ অক্টোবর) বিকেল সারে ৪ টায় উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ জোয়াদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: এমদাদুল হক সাজু, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, মামুনুর রশিদ মান্দু, সাইফুজ্জামান সোহান,এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাবলু ও সদস্য সচিব আরিফুজ্জামান রিপন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় নেতা কর্মীরা।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।