কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদল
স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে।রোববার(২৭ অক্টোবর) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদল এ কর্মসূচী পালন করে।
এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুমন আলী, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক এম এ মোহিত চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন তরফদার, জিয়া উদ্দিন চৌধিরী পলাশ, ইজ্জাদুর রহমান,উপজেলা যুবদল নেতা সেলিম সারোয়ার চৌধুরী,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, ফয়েজ আহমদ, আব্দুর রহমান রুবেল , পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমীন, সদস্য রেজাউল হাসান পারভেজ, জেলা ছাত্রদলের সদস্য শাফাতুল ইসলাম মাসুদ প্রমুখ।