আটপাড়া(নেএকোণা)প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন নেএকোণার আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল।
রবিবার ২৭ অক্টোবর সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। পরে, কোরআন থেকে তেলাওয়াতের পর মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার ।
স্বাধীনতাসহ দেশ পুণঃগঠনের শহীদদের মর্যাদা রক্ষায় যুবদলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া, দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে, সদস্য সচীব নূর ফরিদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচীব খসরু আহমেদ,কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল,আমির খসরু স্বপন, ওয়াহিদুর রহমান উজ্বল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন